খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি বরাদ্দ বাতিলের বিরুদ্ধে যেকোনো আন্দোলন দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কেউ কেউ এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সেটা করতে দেওয়া হবে না।"
তিনি বলেন, "বিরোধীদলীয় নেত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা যদি ক্যান্টনমেন্টে ঢুকতে না পারেন, তাহলে বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি (খালেদা) কিভাবে সেখানে বসে রাজনীতি করেন?"
খালেদা জিয়ার উদ্দেশে সাহারা খাতুন বলেন, "আপনি সরকারের সিদ্ধান্ত মেনে গুলশানের বাড়িতে চলে আসুন, জনগণ আপনাকে সাধুবাদ জানাবে।"
স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ আয়োজিত 'বালাদেশের স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব' শীর্ষক এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও বক্তব্য রাখেন।