Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: 'Khaleda will have to leave the house'....................... Sun Apr 12, 2009 3:07 pm | |
| খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত যে কোনো মূল্যে সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বাড়িটির ইজারার শর্ত লংঘন করেছেন অভিযোগ করে রোববার সাংবাদিকদের তিনি বলেন, "সরকার যে কোন মূল্যে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। আমরা চাই, তিনি নিজেই বাড়িটি ছেড়ে দিন। যদি নিজে বাড়িটি না ছাড়েন, তবে অন্য সাধারণ মানুষের জন্য যা করা হয়, এক্ষেত্রেও তাই করা হবে। আইন অনুযায়ীই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।"
এ প্রসঙ্গে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, "ইজারার শর্ত অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে নির্দিষ্ট পরিমাণ খাজনা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। কিন্তু ইজারার প্রথম দুই বছর এ অর্থ জমা হলেও পরে আর তা জমা দেওয়া হয়নি। এছাড়া ওই বাসা থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার দুই ছেলে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।"
বিরোধী দলীয় নেত্রীর পরিবারকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যেই ক্যান্টনমেন্ট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। যা করার তারাই করবে। সময় হলেই সবকিছু জানতে পারবেন। কারণ সরকার যে কোন মূল্যে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারকে সবচেয়ে বেশি সরকারি সুবিধাভোগী পরিবার হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "জিয়াউর রহমানের মৃত্যুর পর এই পরিবারটিই বাংলাদেশের সবচেয়ে বেশি সরকারি সুবিধাভোগী পরিবার। তারা বাড়ি, গাড়ী ও মাসিক ভাতাসহ সব সুবিধাই পেয়েছে। এতো কিছুর পরও '৮৬ সালে তাদের নামে ক্যান্টনমেন্টের এ বাসাটি বরাদ্দ দেওয়া হয়।"
তিনি জানান, প্রচলিত আইন অনুযায়ী ইজারার শর্ত লংঘন করলে ইজারা বাতিল করা হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে। তাছাড়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়ার নামে ২৯-মিন্টো রোডের বাসাটি বরাদ্দ করা হয়েছে। তিনি সেখানেও থাকতে পারবেন। | |
|