Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: Khaleda responds with notice to govt.............. Thu Apr 23, 2009 4:35 pm | |
| সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ আগামী ৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সকালে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কুরিয়ার ও রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠান।
গত ২০ এপ্রিল ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি প্রশাসক মোহিবুল হোসেইন ও মিলিটারি এস্টেট অফিসারকে এ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ পাঠানোর পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "৫ দিনের মধ্যে বাড়ি ছাড়ার ওই নোটিশ প্রত্যাহার না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
খালেদার লিগ্যাল নোটিশে বলা হয়, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে এ বাড়িটি বার্ষিক ভাড়ায় বরাদ্দ দেন। এ বাড়ির সম্পত্তি ১৯৮১ সালের ১৩ জুলাই রেজিস্ট্রি করা হয়। তারপর থেকে ২৭ বছরের বেশি সময় ধরে খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণভাবে এ বাড়িতে বসবাস করছেন। তাই নিবন্ধিত এই জমি ছেড়ে দেওয়ার নোটিশ আইনের চোখে অবৈধ।
এতে আরো বলা হয়, আগামী ৫ দিনের মধ্যে এ নোটিশ প্রত্যাহার, বাতিল না করা হলে খালেদা জিয়া আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের ওপর বর্তাবে।
গত ৮ এপ্রিল আইনগত ত্র"টির কথা উল্লেখ করে মন্ত্রিসভা খালেদা জিয়ার সেনানিবাসের ৬, মইনুল রোডের বাড়িটির ইজারা বাতিল করে।
সরকার বলছে, এক ব্যক্তিকে দুটি বাড়ি ইজারা দেওয়া আইনসম্মত নয় বলেই তা করা হয়েছে।
জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদাকে সেনানিবাসের বাড়িটি ছাড়াও গুলশানে একটি বাড়ি দেওয়া হয়েছিল।
৬ মইনুল রোডের বাড়িটি এর আগে সেনাপ্রধানের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাড়িটি নিজে থেকে ছেড়ে দেওয়ার জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে অনুরোধ করেন। সেদিন তিনি ওই বাড়ির স্থানে ফ্ল্যাট তৈরি করে তা বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দেওয়ার প্রস্তাব করেন। | |
|