Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: Govt to get tough on unrest over power, water............... Wed Apr 22, 2009 6:23 pm | |
| বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য গত ৭ বছরের শাসকদের দায়ী করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন না বাড়াই এর প্রধান কারণ। এ পরিস্থিতিতে ইচ্ছা থাকলেও সংকট উত্তরণে সরকার কিছু করতে পারছে না।
বুধবার মন্ত্রণালয়ে চীনের সরকারি প্রতিষ্ঠান জেনারটেকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা সেভাবে বিদ্যুৎ দিতে পারছি না। এজন্য বিক্ষোভ হতেই পারে। জনগণ এর কারণ জানে। গত সাত বছরে বিদ্যুৎ উপাৎদন বাড়েনি। আমার কাছে চাইলেও তাই দিতে পারছি না।"
তবে সেচের মৌসুম শেষে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ পরিস্থিতিতে হতাশ বা আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে শামসুল হক টুকু বলেন, "নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আলোচনা চলছে। সময় মতো উৎপাদন শুরু হলে দুর্ভোগ কমে আসবে।"
বর্তমান সংকটকে সাময়িক হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "ঘূর্ণিঝড়, টর্নেডো এলে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তেমনি এ বিদ্যুতের ব্যাপারে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।"
এক প্রশ্নের জবাবে টুকু জানান, বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যেখানে যে ঘটনাই ঘটুক তারা তৎপর আছে। তাছাড়াও অতিরিক্ত হিসেবে বিদ্যুৎ স্থাপনা রক্ষণারবেক্ষনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।
চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, "তারা বড়পুকুরিয়ায় আরও ১২৫ মেগাওয়াটের একটি ইউনিট স্থাপনের প্রস্তাব দিয়েছে। নতুন ইউনিটের বিষয়টি বিবেচনা করা হবে। তবে আমরা বলেছি আগে ১২৫ মেগাওয়াটের দু'টি ইউনিটের উৎপাদন নিশ্চিত করতে সাহায্য করুন।"
দুটি ইউনিট থেকে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা থাকলেও বুধবার এর উৎপাদন ৭২ মেগাওয়াটে নেমে এসেছে।
খনিজ সম্পদ উত্তোলনের বিষয়েও চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
জেনারটেকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিএমসি বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন এবং দুটি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে।
নয় সদস্যের চীনা প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন জনারটেকের চেয়ারম্যান হি টং জিন। | |
|