Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: Khaleda gets notice to vacate................ Mon Apr 20, 2009 6:33 pm | |
| বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সোমবার ১৫ দিনের মধ্যে তার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব শিমুল বিশ্বাস সন্ধ্যায় বলেন, বেলা সাড়ে তিনটায় ক্যান্টনমেন্ট বোর্ডের কয়েকজন কর্মকর্তা বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইউনুসকে এ নোটিশ হস্তান্তর করেন।
তিনি জানান, খালেদা জিয়া সন্ধ্যায় তার গুলশানের কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে নোটিশের বিষয়টি আলোচনা করছিলেন।
এর কিছু আগে মোহাম্মদ ইউনুস নিজেই নোটিশটি গ্রহণ করার কথা নিশ্চিত করেন। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এ নোটিশ দেয়।
মন্ত্রীসভা গত ৮ এপ্রিল আইনগত ত্র"টির কথা উল্লেখ করে খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট এলাকার ৬, মইনুল রোডের বাড়িটির ইজারা বাতিল করে।
সরকার বলছে এক ব্যক্তিকে দুটি বাড়ি ইজারা দেওয়া আইনসম্মত নয় বলেই তা করা হয়েছে।
বিএনপি এ উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে সরকারকে তার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তারা এ নিয়ে গত কয়েকদিন ধরে প্রতিবাদ-বিক্ষোভও চালিয়ে আসছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদাকে ক্যান্টনমেন্টের বাড়িটি ছাড়াও গুলশানে একটি বাড়ি দেওয়া হয়েছিল।
৬ মইনুল রোডের ৯ বিঘা আয়তনের বিশাল বাড়িটি এর আগে সেনাপ্রধানের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
মন্ত্রীসভার সিদ্ধান্তের এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাড়িটি নিজে থেকে ছেড়ে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে অনুরোধ করেন। সেদিন তিনি ওই বাড়ির স্থানে ফ্ল্যাট তৈরি করে তা বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দেওয়ার প্রস্তাব করেন। NAZRUL ISLAM SAYS............ বিএনপি যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, খালেদা জিয়ার বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশটির কোনো আইনগত ভিত্তি নেই।
সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ বিষয়টিকে 'রাজনৈতিক প্রতিহিংসামূলক' বলেও আখ্যায়িত করেন।
এ উদ্যোগের প্রতিবাদে চলমান কর্মসূচী অব্যাহত থাকবে বলে এ নেতা জানান।
নজরুল ইসলাম খান জানান, তারা আইনজীবী ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিষয়টি আলোচনা করছেন।
তিনি বলেন, "রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। এর কোন আইনগত ভিত্তি নেই। আমরা দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং আইনজীবীদের সঙ্গে বসে এ ব্যাপারে কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে পরবর্তীতে আলোচনায় বসবো।"
বিএনপির যুগ্ম মহাসচিব মন্তব্য করেন, "দেশে বেকার সমস্যা, বিদ্যুৎ সমস্যাসহ নানাবিধ সমস্যার কথা বাদ দিয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে বেগম জিয়ার তিন যুগের বাসস্থান থেকে তাকে উচ্ছেদের জন্যই এ নোটিশ দেওয়া হয়।"
এর আগে বিকেলে বিচারপতি টিএইচ খান, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসেন বলে নজরুল ইসলাম জানান।
ব্রিফিংয়ে রিজভী আহমেদ, নাজিমউদ্দিন আলম, হাবিবুল ইসলাম হাবিব ও মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। | |
|