স্বাধীনতা আমার স্বপ্নে বুনা
সবুজ ফসলের মাঠ ,
স্বাধীনতা আমার কল কাকলি
বর্ণমালার পাঠ ।
স্বাধীনতা আমার সোনাঝরা রোদ
কোকিলের কুহু তান ,
স্বাধীনতা আমার মায়ের মুখে
ঘুম পাড়ানি গান ।
স্বাধীনতা আমার সবুজ ঘাসে
ভোরের শিশিরে ভিজে যাওয়া পা ,
স্বাধীনতা আমার দুকূল ছাপানো
পদ্মা মেঘনা যমুনা ।
স্বাধীনতা আমার প্রেয়সীর বুকে
প্রিয় হারানো জমাট ব্যথা ,
স্বাধীনতা আমার ছেলে হারা মা
ভাই হারানো বোনের কতনা স্মৃতি কথা ।
স্বাধীনতা আমার ঘন সবুজে
সদ্যফোটা লাল রক্ত জবা ,
এমনি করে রক্ত দিয়ে স্বাধীনতা পেতে
দেখেছে কোথায় কেবা ।
৩৭ বছর পার করে এলো
স্বাধীন বাংলাদেশ ,
আজো কেনো আমার স্বপ্নে বুনা
সবুজ ফসল হয়নি তোলার শেষ ?
.......................@ বাদল @