Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
Subject: Chittagong port back in operation............. Fri Apr 24, 2009 12:29 pm
তিনদিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল শুরু হয়েছে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বলেন, "সকাল ১০টা থেকে জাহাজ চলাচল শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বহির্নোঙ্গরে অবস্থানরত পণ্যবাহী নয়টি জাহাজ বন্দরের বিভিন্ন জেটিতে মালামাল খালাসের জন্য ঢুকেছে।"
এর আগে সকালে তিনি জানান, বন্দরের বিভিন্ন জেটিতে ১০টি এবং বহির্নোঙ্গরে ৪০টি জাহাজ রয়েছে।
চট্টগ্রাম বন্দর চ্যানেলে কর্ণফুলীর মোহনায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ক্লিংকারবাহী একটি জাহাজ ডুবে যাওয়ায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ছিল।
বন্দর সচিব জানান, বন্দর চ্যানেলে ডুবে যাওয়া এ লাইটার জাহাজের পাশে বৃহস্পতিবার খনন কাজ চালানো হয়। বন্দরের ড্রেজিং জাহাজ 'খনক' দিয়ে এ চ্যানেলের গভীরতা ও প্রশস্ততা বাড়ানো হয়েছে।
শুক্রবার সকালে নৌপরিবহন মন্ত্রী আফসারুল আমিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ডুবে যাওয়া জাহাজ দ্রুত উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সাংবাদিকদের তিনি জানান, একটি উদ্ধারকারী জাহাজ ও অন্যান্য ভারি যন্ত্রপাতি ক্রয়ে সরকার পদক্ষেপ নেবে।
বন্দর কর্মকর্তারা মন্ত্রীকে জানান, এক সপ্তাহের মধ্যে জাহাজটি উদ্ধার করে তীরে আনা হবে।
তিনটি বেসরকারি প্রতিষ্ঠান উদ্ধারকাজ চালাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনী তাদেরকে সহায়তা করছে।