BNP to politically handle move to evict Khaleda................
Author
Message
Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
Subject: BNP to politically handle move to evict Khaleda................ Fri Apr 10, 2009 1:48 pm
খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিল প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অন্যথা আন্দোলনের হুমকি দিয়েছেন।
শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, "২৮ বছর বসবাস করছেন বেগম জিয়া ওই বাড়িতে। আজ বেআইনি একটি সিদ্ধান্তে খালেদা জিয়াকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হলে তা রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব। এতে যদি দেশে কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তার দায় সরকারকেই নিতে হবে।"
পুরান ঢাকার আর্মানিটোলায় নিজের বাসায় দেলোয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ৬ নং বাসাটি নিয়ে সরকারের কার্যক্রমের কঠোর সমালোচনাও করেন। তিনি বলেন, "১৯৮১ সালে দ্বিতীয় জাতীয় সংসদে সর্বসম্মত সিদ্ধান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাসাটি তার স্ত্রী খালেদা জিয়াকে লিজ দেওয়া হয় বসবাসের জন্য। ২৮ বছর ধরে বাসাটিতে খালেদা জিয়া বসবাস করছেন।"
'খালেদা জিয়া অবৈধভাবে দখল করে আছেন' -আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্ণেল ফারুক খানের এই মন্তব্য নাকচ করে দেলোয়ার বলেন, "বাসার দলিলসহ সব কিছুই আছে। বৈধ প্রক্রিয়ায় ক্যান্টনমেন্ট বোর্ড তা জিয়া পরিবারকে দিয়েছে। তারা (মন্ত্রীরা) ভিত্তিহীন কথা বলছেন।"
তিনি মন্ত্রিসভার সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেওয়ার দাবি পূর্ণরুল্লেখ করে বলেন, "এই বাসাটি বাতিলে মন্ত্রিসভার সিদ্ধান্তটিও বেআইনি হয়েছে। একজন ব্যক্তির বাসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া তাদের কর্মপরিধিতে পড়ে না। মূলত, ক্যান্টনমেন্ট বোর্ডকে বাধ্য করতে এরকম বেআইনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
একই সঙ্গে ২০০১ সালে রাষ্টীয় সম্পত্তি 'গণভবন' বঙ্গবন্ধু কন্যার নামে (তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা) লিখিয়ে নেওয়ার সিদ্ধান্তটি বাতিল হওয়ায় প্রতিহিংসার বশে বর্তমান সরকার খালেদা জিয়ার বাসাটি লিজ বাতিল করেছে বলে অভিযোগও করেন তিনি।
দেলোয়ার বলেন, "সরকার তার নির্বাচনী প্রতিশ্র"তি পুরনে ব্যর্থ হয়ে জনগনের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে একের পর এক বির্তকিত সিদ্ধান্ত নিচ্ছে। প্রধানমন্ত্রী সংকীর্ণতার উর্ধ্বে উঠতে পারেননি। মন বদল না করতে পারলে সরকারের দিনবদলের নীতি বাস্তবায়ন হবে না।"
তিনি জানান, "বিএনপি সংঘাতের রাজনীতি চায় না। আমরা সরকারকে বলব শহীদ মইনুল সড়কের বাসাটির লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিন।"
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব উপস্থিত ছিলেন।
BNP to politically handle move to evict Khaleda................