Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: Khaleda to lose cantt home............... Wed Apr 08, 2009 6:19 pm | |
| বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের ৬নং শহীদ মইনুল সড়কের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে নিহত সেনা শাসক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের বিধবা স্ত্রী হিসেবে খালেদা জিয়াকে নামমাত্র মূল্যে দেওয়া বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়।
১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়াকে বাড়িটি ইজারা দেয় সরকার।
মন্ত্রিসভার বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "লিজের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিকে দুইটি বাড়ি বরাদ্দ দেওয়া যায় না। যেহেতু ১৯৮১ সালে একটি (ক্যান্টনমেন্টের বাড়িটি) এবং ১৯৮২ সালে আরেকটি বাড়ি দেওয়া হয়, তাই সরকার একটি বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি বলেন, "খালেদা জিয়াকে গুলশানে দেড় বিঘার আরেকটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে, তাই ক্যান্টনমেন্টের ৯ বিঘার বাড়িটির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
কবে নাগাদ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে- জানতে চাওয়া হলে আবুল কালাম আজাদ বলেন, "কবে, কখন, কিভাবে তা বাস্তবায়ন করা হবে- এটি প্রক্রিয়াগত বিষয়।"
মন্ত্রিসভার বৈঠক বিষয়ে তিনি আরও জানান, বৈঠকে সরকারি জল মহাল নীতিমালার বিষয়ে কৃষি মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি আগামী মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে। এ কমিটিতে ভূমিমন্ত্রী, মৎস্য মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী রয়েছেন।
সেনানিবাসের বাড়িটি সেনা প্রধানের বাসভবন হিসেবে পেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান।
বঙ্গবন্ধুকে হত্যার পর অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পর জেনারেল জিয়া সেনা শাসন জারি করে রাষ্ট্রক্ষমতা দখল করেন এবং পরে বিতর্কিত গণভোটের মাধ্যমে বেসামরিক সরকারের প্রধান হন। | |
|