Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: Re-polling at 11 centres begins........... Mon Mar 16, 2009 11:31 am | |
| সোমবার সকালে শুরু হওয়া আটটি উপজেলার ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। বেলা ১২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটকেন্দ্র তদারকির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন আমাদেরকে জানিয়েছেন , "দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পেয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ আমাদেরকে বলেন, "সকাল আটটা থেকে এসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা বিকেল চারটা পর্যন্ত চলবে।"
সকালে আব্দুল বাতেন বলেন, "সুষ্ঠুভাবে ভোটকেন্দ্র চলছে। দুই ঘণ্টা পরপর ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতির খোঁজ নিচ্ছি আমরা।"
মিহির সারওয়ার শনিবার বলেন, "নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন করে উপজেলা নির্বাচন কর্মকর্তা থাকবেন পর্যবেক্ষক হিসাবে এবং প্রতিটি উপজেলায় নিয়োগ করা হয়েছে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।"
তিনি জানান, ৮ উপজেলার বিভিন্ন স্থগিত কেন্দ্রে চেয়ারম্যান পদে ১৩১১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১০৩৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯৮১৪ জন ভোটার রয়েছে। এদের ভোটেই অমীমাংসিত পদে ফলাফল নির্ধারণ করা হবে।
উপজেলাগুলো হচ্ছে সিরাজগঞ্জের চৌহালি, ময়মনসিংহের নান্দাইল, মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, লক্ষ্মীপুর সদর, চট্টগ্রামের সন্দ্বীপ, জামালপুরের ইসলামপুর এবং চাঁদপুরের ফরিদগঞ্জ।
ভোটকেন্দ্রগুলো হচ্ছে চৌহালি ডিগ্রি কলেজ, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর উ. সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়, কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুছাপুর মুস্তাফিজুর রহমান রেজি. প্রাথমিক বিদ্যালয়, কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ও বালিথুবা উচ্চ বিদ্যালয়। | |
|