Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
Subject: Land registration fee to be slashed.............. Wed Apr 22, 2009 12:03 pm
জমি নিবন্ধন খাত থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে নিবন্ধন ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে কত কমানো হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "নিবন্ধন ফি বেশি থাকায় অনেকেই মিথ্যা তথ্য দিয়ে কম ফি দিয়ে থাকে। জমির যা দাম, দলিলে তার থেকে অনেক কম দেখানো হয়। নিবন্ধন ফি কমলে যারা জমি কিনবে তারা এ মিথ্যা তথ্য দেবে না। জমির যা মূল্য দলিলে তাই-ই উল্লেখ করবে। এর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে।"
বর্তমানে জমির মূল্যের ১৪ থেকে ১৮ শতাংশ পর্যন্ত নিবন্ধন ফি দিতে হয় জানিয়ে তিনি বলেন, "কোন ব্যক্তি যত টাকার জমি কেনেন এলাকা ভিত্তিতে সেই জমির মোট দামের ১৪ থেকে ১৮ শতাংশ নিবন্ধন ফি হিসেবে দিতে হয়। বৈঠকে আমরা এ ফি বর্তমানের চেয়ে বেশ খানিকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে।"
মুহিত বলেন, "বৈঠকে আরো একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জমির নিবন্ধনের কাজটি চারটি পর্যায়ে সম্পন্ন করতে হয়। আমরা এখন এক জায়গায় যাতে জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করা যায় সে সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্তটিও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে।"