Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: BNP standing committee to meet for 'final result'............ Sun Apr 19, 2009 12:19 pm | |
| দলের কমিটি পুনর্গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাত ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, ''রাত ৮টায় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন।''
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "দলের পুনর্গঠনের বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে আমরা বেশ কয়েকটি সিরিজ বৈঠকও করেছি। আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।"
খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বর্তমানে ১০ জন। খালেদা জিয়া ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট মাহবুবুউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম।
প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ৬টি সাংগঠনিক প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে কমিটি পুনর্গঠন বিষয়ে ওই সব প্রতিবেদনে বিভিন্ন সুপারিশ দেওয়া হয়েছে।
যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, অধ্যাপক এম এ মান্নান, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৬টি বিভাগীয় কমিটি উপজেলা, থানা ও পৌর নেতাদের সাক্ষাৎকার নিয়ে তাদের প্রতিবেদন তৈরি করেছে। | |
|