Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: At least 5 dead in Bijli wake: official............ Sat Apr 18, 2009 5:50 pm | |
| ঘূর্ণিঝড় বিজলির আঘাতে চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীতে শিশুসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। উপকূলীয় বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় শতাধিক ঘরবাড়ি এবং প্রায় সাড়ে ছয়শ' হেক্টর ফসলী জমি।
শনিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে উপসচিব মো. সুলতান-উল ইসলাম চৌধুরী সাংবদিকদের এ তথ্য জানান।
সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানাতে গিয়ে তিনি বলেন, "চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরের ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।"
শুক্রবার রাতে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিবেগ ও ভারী বর্ষণসহ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় বিজলি শনিবার ভোররাতে স্থল নিম্নচাপে পরিণত হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় বিজলি ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়।
দুপুর ২টায় আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
উপসচিব সুলাতান-উল ইসলাম চৌধুরী জানান, দুর্যোগ মোকাবেলায় ১৫টি জেলাকে লক্ষ্যে রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও ভোলায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বিজলি।
এ তিনটি জেলায় প্রয়োজনীয় সাহায্যও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সুলাতান-উল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয় কেন্দ্রে আসার পর মোবারক খাতুন (৬৫), কক্সবাজার জেলায় আশ্রয় কেন্দ্রে আসার পর এক শিশু, পেকুয়া উপজেলায় গাছ চাপা পড়ে শিশু আবদুর রহিম (৯), কুতুবদিয়া উপজেলায় আশ্রয় কেন্দ্রে আসার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম (৫৫) এবং নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে দুলাল মিয়া (৪০) নামের একজন মারা গেছেন। | |
|