Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: Charges finally framed for Ramna bombing................ Thu Apr 16, 2009 3:53 pm | |
| দীর্ঘ আট বছর পরে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার দুই মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ১৪ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
২০০১ সালের ১৪ এপ্রিল (১ বৈশাখ) রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সন্দেহভাজন জঙ্গিরা বোমা হামলা করলে ১০ জন প্রাণ হারান।
বৃহস্পতিবার সাড়ে ১২টায় অভিযোগ গঠন করেন ঢাকার মহানগর দায়রা জজ এ এন এন বশির উল্লাহ। অভিযোগ পড়ে শোনানো হলে অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
হত্যা মামলায় আগামী ৩, ৪ ও ৫ মে সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২৮, ২৯ ও ৩০ এপ্রিল বিস্ফোরণের মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন রেখেছেন একই বিচারক।
এর আগে এ দুই মামলায় রাষ্ট্রপক্ষের ব্যর্থতার কারণে বেশ কয়েকবার অভিযোগ গঠন করা যায়নি।
রমনা থানা কর্তৃপক্ষ মামলাটির তদন্ত শুরু করলেও পরে ডিবি এবং সিআইডি এর তদন্তের দায়িত্ব পায়। তদন্তের এক পর্যায়ে মাওলানা আকবর হোসাইন, মুফতি আব্দুল হান্নান এবং আরিফ হাসান সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দী দেন।
দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর সিআইডি পুলিশের পরিদর্শক আবু হেনা মোহম্মদ ইউসুফ নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে আসামি এবং ৮৪ জনকে সাক্ষী করে আদালতে হত্যা এবং বিস্ফোরণের পৃথক দুই অভিযোগে দুটি অভিযোগপত্র দেন। অভিযুক্তদের পাঁচজন কারাগারে, একজন জামিনে এবং আটজন পলাতক রয়েছে।
কারাগারে থাকা আসামীরা হচ্ছেন মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুর রউফ, আবু তাহের, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল।
মাওলানা আকবর হোসোইন ওরফে হেলালউদ্দিন জামিনে রয়েছেন।
পলাতকরা হচ্ছেন বিগত জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ছোটভাই মাওলানা তাজউদ্দিন, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান শফিক, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি আব্দুল হাই ওরফে আবু নাইম।
এ আদালতে মামলাটি বিচারের জন্য বদলি হয়ে আসার পর বারবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে অভিযোগ গঠন পিছিয়ে যায়।
গত ২৩ মার্চ আদেশ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনের শুনানি শেষ হওয়া সত্ত্বেও 'শুনানির প্রস্তুতি নেই' বলে মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু শুনানির জন্য আরো এক মাস সময় চাইলে আদালত ১৬ই এপ্রিল দিন ধার্য করেন। | |
|