প্রেস সচিব বলেন, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নতুন বাংলা বছরকে বরণ করার জন্য দেশবাসী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দেন।
আবুল কালাম আজাদ জানান, বেলা সাড়ে বারোটা পর্যন্ত বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন-২০০৯ অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) নতুন সদন অনুসমর্থন ও অনুমোদন করা হয়েছে।"
তথ্য ও প্রযুক্তির আইনগত বৈধতা ও নিরাপত্তা, কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা প্রদান এবং একে সার্বজনীন করা, অপরাধ দমন এবং তথ্য সংরক্ষণ ও প্রচার এই সংশোধিত আইনের লক্ষ্য বলে জানান তিনি।
ওআইসির নতুন সনদ সম্পর্কে প্রেস সচিব বলেন, পরিবর্তিত বিশ্বের আলোকে মূল সনদে পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে। ৫৭টি মুসলিম দেশের মধ্যে ২৮টি দেশ এ পর্যন্ত এই সংশোধিত সনদে স্বাক্ষর করেছে। মালয়েশিয়াসহ সদস্যভুক্ত ৬টি দেশ সনদটি অনুসমর্থন করেছে।"
এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীতে নববর্ষের দিন উৎসবের জায়গাগুলোতে যাতায়াতের সুব্যবস্থা করার জন্য আগামী বছর বিভিন্ন পয়েন্ট থেকে বাস সার্ভিস চালু করা হতে পারে।