Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: Thousands begin sitting HSCs, equivalents................... Thu Apr 16, 2009 8:38 am | |
| বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। (আরো তথ্যসহ)
দশটি বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছয় লক্ষাধিক । ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শামসুল হক বৃহস্পতিবার বলেন, "সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে।"
আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম এবং কারিগরী বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নতুন বোর্ড দিনাজপুর বোর্ডের অধীনে এবারই প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ দুইশ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষেধ করেছে পুলিশ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে রাজধানীর ভিখারুন্নিসা নুন স্কুল ও কলেজ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ পরিদর্শন করেন।
ভিখারুন্নিসা কলেজে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "নকল হতে দেওয়া হবে না। শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হতে হবে। আশা করি সারা দেশেই সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা হবে।"
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার এইচএসসি, আলীম ও এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ১৮ হাজার ৩০৮ জন যা গতবারের চেয়ে এক হাজার সাতশ' ১২ জন কম।
এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে আট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ৯৪ হাজার ৮শ' ৩৩ জন।
মাদ্রাসা বোর্ডের আলীম পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ৩শ' ৫৪ জন। কারিগরী বোর্ডের অধীনস্থ এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১শ' ২১জন।
এইচএসসিতে বোর্ড অনুযায়ী আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, এক লাখ ৫৩ হাজার ৩শ'৯৮। এছাড়া রাজশাহী বোর্ডে ৭৫ হাজার ৬শ'২৯ জন, কুমিল¬¬ায় ৪১ হাজার ৬শ'৪৪ জন, যশোরে ৭৪ হাজার ৪শ'৮৯ জন, চট্টগ্রামে ৪১ হাজার ৭শ'৫৪ জন, বরিশালে ৩০ হাজার ১শ'৫৯ জন, সিলেটে (সবচেয়ে কম) ১৮ হাজার ৩শ' ৪৯ জন এবং দিনাজপুর বোর্ডে ৫৯ হাজার ৪১১ জন পরীক্ষা দিচ্ছে।
এইচএসসির মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা দুই লাখ ৬২ হাজার ৬শ'০৭ জন এবং ছাত্রী সংখ্যা দুই লাখ ৩২ হাজার ২শ'২৬ জন।
আলীমে ছাত্র সংখ্যা ৩৬ হাজার ৫শ'৬৬ জন এবং ছাত্রী সংখ্যা ২২ হাজার ৭শ' ৮৮জন। এইচএসসি বিএমে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৪১ হাজার ৯শ'৩৩ জন এবং ছাত্রী সংখ্যা ২২ হাজার ১শ'৮৮ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দশটি বোর্ডে এই তিন পরীক্ষায় মোট কেন্দ্র সংখ্যা ১ হাজার ৯শ'১৯ টি।
মোট সাত হাজার ২শ' ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিদেশে সৌদী আরবের জেদ্দা ও রিয়াদ, কাতার, সংযুক্ত আরব আমীরাতের আবুধাবী এবং লিবিয়ার ত্রিপোলীতে ৫টি কেন্দ্রে ১৭০ জন পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। | |
|