Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeLog inPORTALGalleryLatest imagesSearchRegister
Log in
Username:
Password:
Log in automatically: 
:: I forgot my password
Who is online?
In total there are 11 users online :: 0 Registered, 0 Hidden and 11 Guests :: 1 Bot

None

Most users ever online was 281 on Mon Jul 26, 2021 9:53 am
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search

 

 UZ chairmen say MPs 'unwanted'............

Go down 
AuthorMessage
Chief_Adviser

Chief_Adviser


Male
Number of posts : 615
Age : 40
City/Town : in ur heart .
Registration date : 2008-06-10

UZ chairmen say MPs 'unwanted'............ Empty
PostSubject: UZ chairmen say MPs 'unwanted'............   UZ chairmen say MPs 'unwanted'............ I_icon_minitimeWed Apr 15, 2009 4:09 pm

UZ chairmen say MPs 'unwanted'............ Top154


উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা ফিরিয়ে না দিলে স্থানীয় সাংসদদের অবাঞ্ছিত ঘোষণার হুমকি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

একইসঙ্গে অবিলম্বে নবম সংসদে পাস হওয়া উপজেলা পরিষদ-২০০৯ আইনটি বাতিল করে উপজেলা পরিষদ-২০০৮ আইনটি পুনর্বহালেরও দাবি জানিয়েছেন তারা।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এক সমাবেশে তারা এ দাবি করে।

উপজেলা পরিষদ-২০০৯ আইনে স্থানীয় সাংসদকে পরিষদের উপদেষ্টা করে তা পরামর্শ বাধ্যতামূলক করা হয়েছে।

সমাবেশে বক্তারা নবম সংসদে পাস হওয়া উপজেলা আইনটিতে স্থানীয় সাংসদদের উপদেষ্টা করে চেয়ারম্যানদের তাদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক করাকে সংবিধান পরিপন্থী বলে অভিযোগ করেন।

বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে 'উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরাম' নামে একটি সংগঠনের নাম ঘোষণা করা হয়। এই নতুন সংগঠনের আহবায়ক কমিটির আহবায়ক করা হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমানকে।

সমাবেশের এক প্রস্তাবে শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের প্রতি সমর্থন জানানো হয়।

তবে সভায় উপজেলা পরিষদ-২০০৯ আইনটি প্রত্যাখান এবং আইনে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য ধারা-উপধারা বাতিল করে নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপমুক্ত উপজেলা পরিষদ বাস্তবায়নের দাবি জানানো হয়।

একজন চেয়ারম্যান বলেন, ''এভাবে স্বাধীন উপজেলা ব্যবস্থাকে সাংসদদের অধীনে করা হলে উন্নয়ন ব্যাহত হবে। এটা আমরা হতে দেব না। সরকার দাবি না মানলে প্রয়োজনে স্থানীয় এমপিদের অবাঞ্ছিত করার আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।"

আরেকজন চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, ''সাংসদরা নিজেদের ক্ষমতা কুক্ষিগত রাখতে উপজেলা পরিষদ-২০০৯ বিলটি সংসদে পাস করেছে। আমরা উপজেলা পরিষদ-২০০৮ এর পূর্ণবহাল ও বাস্তবায়ন চাই। মন্ত্রী ও সাংসদদের নিয়ন্ত্রণমুক্ত উপজেলা পরিষদ বাস্তবায়ন চাই।"

সভাপতির বক্তব্যে মুহিবুর রহমান চেয়ারম্যান বলেন, ''উপজেলাকে কার্যকর করতে হলে উপজেলা পরিষদ আইনটি সংশোধন করতে হবে। আমরা এ লক্ষ্যে আইনি লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করব।''

উপজেলার ভাইস চেয়ারম্যানরাও তাদের বক্তব্যে একই দাবি রাখেন। তাদের একজন বলেন, ''ঐক্যবদ্ধ হয়ে আমাদের মর্যাদা ও অধিকার আদায়ের আন্দোলন করতে হবে।''

সমাবেশে উপচেলা চেয়ারম্যানদের মধ্যে সুধীন কুমার সরকার, জিয়াউল হক সরকার, আতাউর রহমান খান, সিকদার আবদুল হান্নান রুনু, ইউসুফ আল আজাদ ও সলিমুল্লাহ বাহাদুর এবং ভাইস চেয়ারম্যানদের মধ্যে নুরুন্নবী চৌধুরী, নুরুন্নাহার মায়া, মোছামাৎ আসমা বেগম, তিতাস মোল্লা, সাজ্জাদ হোসেন, বকুল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
Back to top Go down
http://www.deshianondo.com
 
UZ chairmen say MPs 'unwanted'............
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: News Boards and Comments/Feedback :: সর্বশেষ বিশ্ব সংবাদ-
Jump to: