Jobs for returning expats a challenge: BB boss................
Author
Message
Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
Subject: Jobs for returning expats a challenge: BB boss................ Mon Apr 13, 2009 9:32 pm
বিশ্বমন্দার কারণে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের পুনর্বাসনই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, "মন্দা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশীরা গত মার্চ মাসে ৮৮ কোটি ১৩ লাখ ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। তাদের পাঠানো এ কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। কিন্তু বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।"
সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে 'প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব অল্টারনেটিভ ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনস (আইএনএএফআই) এ সেমিনারের আয়োজন করে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, চাকরি হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উপর শুরুত্ব দিতে হবে।
সেইসঙ্গে প্রবাসীদের সহযোগিতার লক্ষ্যে বিদেশি এনজিওগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রবাসীদের সহায়তা দিতে স্থানীয় এনজিওগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে সংশি¬ষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
রেমিটেন্স পাঠানোর সার্ভিস র্চার্জ কমানোর উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এখনও বিপুল অঙ্কের রেমিটেন্স অবৈধ চ্যানেলে আসছে। সার্ভিস চার্জ কমানো হলে আরও বেশি রেমিটেন্স বৈধ চ্যানেলের মাধ্যমে আসবে।
সালেহউদ্দিন বলেন, দক্ষ জনশক্তি তৈরি সম্ভব হলে বিশে^র কিছু কিছু দেশে আমরা নতুন শ্রম বাজার দখল করতে পারবো। মন্দার কারণে যেসব শ্রমিক দেশে ফেরত আসছে বা আসবে, তারা যেন কোনো অসুবিধায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের সঞ্চিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
তাদের জন্য ব্যাংক ঋণসহ অন্যান্য সুবিধা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী মহিদুল হক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মুসতাক হাসান ইফতেখার, আইএনএএফআইয়ের নির্বাহী পরিচালক আতিকুন নবী ও প্রকল্প কর্মকর্তা রাশেদ আল হাসান বক্তব্য রাখেন।
Jobs for returning expats a challenge: BB boss................