Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: Sircar drew Tk 27 lakh illegally, says JS probe................ Sun Apr 12, 2009 6:54 pm | |
| সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে গঠিত সংসদীয় তদন্ত কমিটি অভিযোগ করেছে, অষ্টম সংসদের সাবেক এই স্পিকার আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ২৭ লাখ টাকারও বেশি নিয়েছিলেন।
কমিটির প্রধান সাংসদ ফজলে রাব্বী মিয়া রোববার সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "স্পিকার (জমিরউদ্দিন সরকার) নিজে একটি অফিশিয়াল নোটে স্বীকার করেছেন যে নিজের চিকিৎসার জন্য তিনি আইনগতভাবে ২৭ লাখ ৮৬ হাজার টাকা উত্তোলন করতে পারেন না।"
ফজলে রাব্বী মিয়া জানান, কমিটির দ্বিতীয় বৈঠকে শুধুমাত্র জমিরউদ্দিনের মেডিকেল ফাইল নিয়ে আলোচনা হয়েছে।
জমিরউদ্দিন সরকার বর্তমানে বিএনপি দলীয় সাংসদ। উপনির্বাচনে জয়ী হয়ে তিনি সাংসদ হয়েছেন।
ফজলে রাব্বী মিয়া বলেন, "জমিরউদ্দিন সরকার ২০০৬ সালে তার বাইপাস সার্জারি করাতে ২৭ লাখ ৮৬ হাজার টাকা অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে একটি ফাইল পাঠিয়েছিলেন। কিন্তু তিনি (খালেদা) সেটি অনুমোদন করেননি।
"তখন স্পিকার ফাইলে একটি নোট লেখেন, যাতে বলা হয় সুপ্রিমকোর্ট যদি মনে করে চিকিৎসার জন্য টাকা উত্তোলন বেআইনি- তাহলে তিনি টাকা ফেরত দেবেন।"
কমিটি প্রধান সুপ্রিমকোর্টের নির্দেশনা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "এটা কি সাংবিধানিক বিষয়? তিনি (জমিরউদ্দিন) আইনের ভুল ব্যাখা দিয়েছেন।"
তিনি বলেন, এ ব্যাপারে নজির আছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার একবারে আড়াইলাখ টাকার বেশি নেননি।
কমিটির সামনে আত্মপক্ষ সমর্থনের জন্য জমিরউদ্দিনকে সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান।
ফজলে রাব্বী মিয়া বলেন, সংসদীয় তদন্ত কমিটি সোমবার সকাল ১১টায় আবার বসবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কিছু সাংসদের দাবীর মুখে গত ১৯ মার্চ স্পিকার আব্দুল হামিদ তার পূর্বসুরি জমিরউদ্দিন সরকারের মেয়াদকালে কথিত অনিয়ম তদন্তে ১১ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন।
জমিরউদ্দিনের বিরুদ্ধে স্পিকার থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে কর্মচারী নিয়োগ, রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে।
সর্বদলীয় এই তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন-বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক (বিএনপি), মুজিবুল হক চুন্নু (জাতীয় পার্টি), মইনুদ্দিন খান বাদল (জাতীয় সমাজতান্ত্রিক দল) এবং আওয়ামী লীগের সাংসদ মজহারুল হক প্রধান, আসম ফিরোজ, শাহজাহান খান, হাবিবুর রহমান, এসকে বাকের, আব্দুল মান্নান ও এবিএম আনোয়ারুল হক।
বিএনপির জয়নাল আবদীন ফারুক তদন্ত কমিটির দুটি বৈঠকের একটিতেও উপস্থিত ছিলেন না। | |
|