Chief_Adviser
Number of posts : 615 Age : 41 City/Town : in ur heart . Registration date : 2008-06-10
| Subject: 'Revenge for role in restoring democracy?'............... Tue Apr 07, 2009 9:09 pm | |
| প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে ইঙ্গিত করে সংসদে বলেছেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের মদত দেয়, যারা যুদ্ধাপরাধীদের মদত দেয়, পিলখানার ঘটনা তাদের দ্বারাই ঘটানো সম্ভব।
হাসিনা বলেন, "যখনই যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হয়েছে, তখনই এ ঘটনা ঘটলো। সরকারের মাত্র ৫০ দিনের মাথায় পিলখানার ঘটনা ঘটে। আমরা দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করে শান্তিপূর্ণভাবে সংকটের সমাধান করেছি।"
তিনি বলেন, তারাই (বিএনপি) যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তাদের পুনর্বাসিত করেছে। তাদেরকে সংসদে বসিয়েছে।
বিডিআর বিদ্রোহ, নির্বাচনী প্রতিশ্র"তি আর নিজ নিজ সরকারের সাফল্য-ব্যর্থতাসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মধ্যে সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন মঙ্গলবার প্রাণবন্ত বিতর্ক হয়।
বিডিআর বিদ্রোহ দমনে সরকারের পদক্ষেপের ব্যাপারে সংসদে খালেদা জিয়ার সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, পরিণতির কথা ভেবেই সেনাবাহিনীকে অভিযান চালাতে বলা হয়নি।
বিডিআর বিদ্রোহ দমনের ব্যাপারে বিরোধী দলীয় নেত্রীর নানা অভিযোগের জবাবে শেখ হাসিনা তার সরকারের অবস্থান তুলে ধরেন।
তিনি পাল্টা প্রশ্ন তোলেন,"সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা নিয়ে নির্বাচনে সহায়তা করেছিল বলেই কি তাদের হত্যা করা হয়েছে?"
বিরোধীদলীয় নেত্রীর প্রতি ইঙ্গিত করে হাসিনা বলেন,"সেনাবাহিনীকে আক্রমণ করতে বলিনি। এটা করলে কী অবস্থা হতো সেটা কি তিনি ভেবে দেখেছেন?
"তিনি (খালেদা) অনেক খবর রাখেন। কিন্তু বিডিআর এর কাছে কোন ভারী অস্ত্র ছিলো না এ কথাটা কি ঠিক? সেখানে হেলিকপ্টার পাঠানো হয়েছিলো, তারা হেলিকপ্টারে গুলি চালায়।"
তিনি খালেদাকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন, "সাড়ে ন'টায় যখন গোলাগুলি শুরু হলো তখন ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে তিনি কোথায় চলে গিয়েছিলেন?"
ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে তার সরে দাঁড়ানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তিনি কোন ছাত্র সংগঠনের সাংগঠনিক নেতৃত্বে থাকতে পারেন না।
তিনি ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে বলেন, "বিএনপি'র ছাত্র সংগঠন ছাত্রদল থেকে আসা কর্মীরা এ ধরণের সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। | |
|