ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বারামকে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জুতা ছুড়ে মেরেছেন এক শিখ সাংবাদিক। ১৯৮৪ সালের দাঙ্গায় শত শত শিখ নিহত হওয়ার ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিক চিদাম্বারামকে জুতা ছুড়ে মারেন।
তবে মাথা কাত করে জুতার আঘাত এড়াতে সক্ষম হন চিদাম্বারাম। এরপর মৃদু হেসে তিনি নিরাপত্তারক্ষীদেরকে সম্মেলন কক্ষ থেকে ওই সাংবাদিককে নিয়ে যেতে বলেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এটিই সর্বশেষ জুতা ছুড়ে মারার ঘটনা।
Journalist throws shoe at Chidambaram................